বিপদ যখন প্রাণঘাতী! ধারালো করাতের মুখে জড়িয়ে প্লাস্টিক, বিপন্ন স’ফিশ-কে বাঁচাতে দেবদূতের মতো এল এক ব্যক্তি।

সমুদ্রের ক্রমবর্ধমান দূষণ এখন জলজ প্রাণীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিকের বোতল, জাল আর বিষাক্ত বর্জ্যে প্রতিদিন বিপন্ন হচ্ছে হাজার হাজার সামুদ্রিক জীবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে, যা একদিকে যেমন মানুষের চোখে জল এনেছে, অন্যদিকে দিয়েছে আনন্দের সংবাদ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অদ্ভুত দর্শন মাছের ধারালো করাতের মতো মুখে আটকে রয়েছে প্লাস্টিকের টুকরো, আর এক ব্যক্তি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে সাহায্য করছেন।
বাঘের চেয়েও বিপন্ন এই ‘স’ফিশ’ ভিডিওতে যে মাছটিকে দেখা যাচ্ছে, সেটি কোনও সাধারণ মাছ নয়। এটি বিশ্বের অন্যতম বিরল প্রজাতি ‘স’ফিশ’ বা করাত মাছ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মাছটি বর্তমানে বাঘের চেয়েও বেশি বিপন্ন। গত এক দশকে বিশ্বজুড়ে এই মাছটির দেখা মিলেছে ১০ বারেরও কম! মাছটির মুখে থাকা দীর্ঘ এবং ধারালো দাঁতযুক্ত করাতটি অত্যন্ত বিপজ্জনক হলেও, প্লাস্টিকের কারণে সেটিই তার মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছিল।
দেবদূতের মতো উদ্ধারকর্তা ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, মাছটি সমুদ্রের তীরে অসহায় অবস্থায় পড়ে ছিল। তার সেই ধারালো মুখের ওপর জড়িয়ে থাকা প্লাস্টিকটি একজন ব্যক্তি অত্যন্ত সতর্কতার সাথে কেটে সরিয়ে দেন। বাধা মুক্ত হওয়ার পর বিশালকার মাছটি স্বাচ্ছন্দ্যে পুনরায় সমুদ্রের নীল জলে ফিরে যায়।
নেটপাড়ায় ভাইরাল ভিডিও টুইটারে (বর্তমানে X) ‘@oceaiii’ নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। মাত্র ৪১ সেকেন্ডের এই ক্লিপটি ইতিমধ্যে ১.৪ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। নেটিজেনরা ওই ব্যক্তির সাহসিকতার প্রশংসা করে বলছেন, “প্রকৃতি বাঁচাতে এভাবেই আমাদের এগিয়ে আসা উচিত।” সমুদ্রের প্লাস্টিক দূষণ বন্ধ না হলে আগামী দিনে স’ফিশের মতো আরও অনেক প্রজাতি চিরতরে হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।