সোনার দামে ফের আগুন! ১০ গ্রাম পার করল ১ লাখের গণ্ডি, মধ্যবিত্তের মাথায় হাত

সপ্তাহের শুরুতেই সাধারণ মানুষের পকেটে বড় টান। কলকাতার সোনার বাজারে ফের ঊর্ধ্বমুখী পারদ। সোমবারের বাজার খুলতেই দেখা গেল ১৮ ক্যারাট সোনার দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। বিয়ের মরসুম এবং বছরের শেষ লগ্নে এই মূল্যবৃদ্ধি সঞ্চয়কারী ও ক্রেতাদের জন্য চরম অস্বস্তির খবর নিয়ে এসেছে।
কলকাতার বর্তমান বাজার দর (১৮ ক্যারাট সোনা):
প্রতি গ্রাম: ১০,৩৯১ টাকা (১৮০ টাকা বৃদ্ধি)
১০ গ্রাম: ১,০৩,৯১০ টাকা (১,৮০০ টাকা বৃদ্ধি)
১০০ গ্রাম: ১০,৩৯,১০০ টাকা (১৮,০০০ টাকা একলাফে বৃদ্ধি)
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং শক্তিশালী ডলারের প্রভাবে বিশ্ববাজারেই সোনার দাম বাড়ছে। তার প্রভাব সরাসরি পড়ছে কলকাতার খুচরো বাজারেও। সাধারণ ক্রেতাদের একাংশ এখন সোনার দোকানে যাওয়ার আগে দু’বার ভাবছেন। ব্যবসায়ীরা জানাচ্ছেন, দাম বাড়ায় বিক্রি কিছুটা কমলেও সামনের বিয়ের মরসুমের কথা ভেবে অনেকেই অল্প পরিমাণে সোনা কিনে রাখার চেষ্টা করছেন। তবে যারা ভবিষ্যতের বড় সঞ্চয়ের কথা ভেবেছিলেন, তাঁদের পরিকল্পনা এই মুহূর্তে বড় ধাক্কা খেল।