উৎসবে মাতোয়ারা জবলপুর! গির্জায় গির্জায় মাঝরাত থেকে প্রার্থনার ঢল, বড়দিনের খুশিতে ভাসছে শহর।

মধ্যপ্রদেশের জবলপুরে শুরু হয়েছে পবিত্র বড়দিনের মহা-উৎসব। জবলপুরের প্রতিটি গির্জা এখন ক্যারল আর ঘণ্টার মধুর সুরে মুখরিত। ২৫শে ডিসেম্বর ভোর থেকেই চার্চগুলোতে মানুষের ঢল নেমেছে, তবে উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছিল গত মধ্যরাত থেকেই। আলোকসজ্জায় সেজে ওঠা গির্জা এবং সুসজ্জিত ক্রিসমাস ট্রি উৎসবের আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
গির্জায় জাঁকজমকপূর্ণ প্রার্থনা: খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গভীর রাত পর্যন্ত গির্জায় বিশেষ প্রার্থনায় বা ‘মিডনাইট মাস’-এ অংশ নেন। ভানভারতালের বিখ্যাত হলি ট্রিনিটি চার্চ, সদরের সেন্ট পিটার অ্যান্ড পল চার্চ এবং নাগরথ চকের শিষ্য চার্চে দেখা গেছে জাঁকজমকপূর্ণ দৃশ্য। শুধু প্রার্থনা নয়, গির্জা চত্বরে শিশু যিশুর জন্মের দৃশ্য ফুটিয়ে তুলতে সুন্দর ‘গোয়ালঘর’ এবং মা মেরি ও যিশুর ট্যাবলো তৈরি করা হয়েছে।
ঘরে ঘরে উৎসবের আমেজ: শহরের খ্রিস্টান প্রধান এলাকাগুলোর চিত্রও বেশ মনোরম। প্রতিটি বাড়িতেই ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। প্রথাগত খাবারের পাশাপাশি কেক কেটে একে অপরকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতেও বড়দিনের অভিনন্দনের বন্যা বইছে। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি সব ধর্মের মানুষই এখন উৎসবে সামিল।