ভুয়া বিক্রেতা সাজিয়ে টাকা আত্মসাৎ! বড় জালিয়াতির কবলে কাজারিয়া, আপনি কি শেয়ার রেখেছেন?

ভারতের টাইলস ও সিরামিক জগতের অন্যতম শীর্ষ নাম কাজারিয়া সিরামিকস (Kajaria Ceramics) বর্তমানে এক বড়সড় আর্থিক কেলেঙ্কারির কবলে। গত ১৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটি এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে জানায় যে, তাদের একটি সাবসিডিয়ারি সংস্থায় প্রায় ২০ কোটি টাকার জালিয়াতি হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই হুড়মুড় করে ভেঙে পড়েছে কোম্পানির শেয়ারের দাম এবং মাত্র ৭টি ট্রেডিং সেশনেই প্রায় ২,০০০ কোটি টাকার বাজার মূলধন উধাও হয়ে গিয়েছে।
জালিয়াতির উৎস ও অভিযুক্ত: তদন্তে জানা গিয়েছে, জালিয়াতিটি ঘটেছে কাজারিয়া বাথওয়্যার প্রাইভেট লিমিটেডের (KBPL) সহযোগী সংস্থা ‘কেরোভিট গ্লোবাল প্রাইভেট লিমিটেড’-এ। এই ঘটনার মূল নায়ক হিসেবে উঠে এসেছে KBPL-এর প্রাক্তন সিএফও দিলীপ কুমার মালিওয়ালের নাম। অভিযোগ, তিনি গত দুই বছর ধরে একজন কাল্পনিক বা ভুয়া বিক্রেতার মাধ্যমে ভুয়া বিল ও প্রজেক্ট খরচ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। যদিও ওই ভুয়া বিক্রেতা সংস্থাটি ৮ বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু দুর্নীতির জাল ছড়ানো হয়েছে গত দুই বছরে।
কীভাবে ধরা পড়ল এই কাণ্ড? ২০২৫ সালের মে মাসে কাজারিয়া কর্তৃপক্ষ ‘অপারেশন মন্থন’ (Operation Manthan) নামে একটি অভ্যন্তরীণ অডিট বা সিস্টেম পর্যালোচনা শুরু করে। সেই পর্যালোচনাই কাল হয়ে দাঁড়ায় দুর্নীতিবাজদের জন্য। জালিয়াতি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সিএফও দিলীপ মালিওয়ালকে বরখাস্ত করা হয় এবং ১৮ ডিসেম্বর দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EoW) ও বদরপুর থানায় এফআইআর দায়ের করা হয়। কোম্পানি এখনও পর্যন্ত মাত্র ৫০ লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে।
বিনিয়োগকারীদের উপর প্রভাব: এই কেলেঙ্কারির প্রভাবে কাজারিয়ার শেয়ার দর গত কয়েক দিনে ৮.৫ শতাংশের বেশি কমেছে। ২৪ ডিসেম্বর এনএসইতে শেয়ারের দাম ৯৭৪.৪০ টাকায় নেমে আসে। ২০২৫ সালে এই শেয়ারটি মোট ১৬ শতাংশ লোকসান দিয়েছে। ম্যানেজমেন্টের মতে, এর ফলে কোম্পানির বার্ষিক মুনাফা প্রায় ৬.৬ শতাংশ এবং ত্রৈমাসিক মুনাফা ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে আশার কথা এই যে, ব্রোকারেজ সংস্থা এমকে গ্লোবাল এখনও এই শেয়ারে ‘বাই’ রেটিং বজায় রেখেছে এবং ভবিষ্যতে ১,৫৫০ টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে।