আবারও মা হলেন ভারতী সিং! গোলার পর পরিবারে এল ছোট্ট ‘কাজু’, খুশিতে ডগমগ কমেডি কুইন

টেলিপাড়ার জনপ্রিয় দম্পতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পরিবারে খুশির জোয়ার। ১৯ ডিসেম্বর, শুক্রবার দ্বিতীয়বার মা হলেন ভারতী। গোলার পর এবার তাঁদের ঘর আলো করে এল আরও এক পুত্র সন্তান। ভারতী আদর করে নবজাতকের নাম রেখেছেন ‘কাজু’। তবে এটি তার ডাকনাম, ভালো নাম এখনও ঠিক হয়নি। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, সাদা পোশাকে দেবদূতের মতো সন্তানকে কোলে নিয়ে হাসিমুখে হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দিচ্ছেন ভারতী ও হর্ষ।
সূত্রের খবর, শুক্রবার সকালে ভারতীর ‘লাফটার শেফস’ অনুষ্ঠানের শুটিং করার কথা ছিল। কিন্তু আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন। পুরো সময়টা স্ত্রী ভারতীর পাশেই ছিলেন হর্ষ। কিছুদিন আগে সুইজারল্যান্ড ভ্রমণের সময় নিজেদের দ্বিতীয়বার বাবা-মা হতে চলার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই চর্চিত দম্পতি।
ভারতী ও হর্ষের রসায়ন দর্শকদের কাছে বরাবরই জনপ্রিয়। ২০০৯ সালে ‘কমেডি সার্কাস’-এর সেটে তাঁদের প্রথম আলাপ এবং ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বর্তমানে তাঁরা একটি জনপ্রিয় পডকাস্টও হোস্ট করেন। তাঁদের প্রথম সন্তান গোলার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে, এবার তার খেলার সঙ্গী হিসেবে এল ছোট্ট কাজু। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুদে সদস্যের অফিশিয়াল ছবি ও ভালো নামের জন্য।