বড়দিনেই কাঁপন ধরানো ঠান্ডা! এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ, দক্ষিণবঙ্গেও জাঁকিয়ে শীত

বড়দিনের সকালেই বদলে গেল বাংলার আবহাওয়া। উত্তরবঙ্গের পর এবার শীতের কামড় অনুভব করতে শুরু করেছে দক্ষিণবঙ্গও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কেটে যাওয়ায় অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। এর জেরে আজ থেকেই রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অর্থাৎ, উৎসবের মরসুমে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে কমবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা হবে আরও ভয়াবহ। পুরুলিয়ায় পারদ নামতে পারে ৯ ডিগ্রিতে, বীরভূম ও বাঁকুড়াতেও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে। রবিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা এই পর্যায়েই স্থিতিশীল থাকবে।

উত্তরবঙ্গের পরিস্থিতি: উত্তরবঙ্গে শীতের দাপট আগে থেকেই ছিল, এখন তা আরও তীব্র হচ্ছে। পাহাড়ি জেলা দার্জিলিং ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। জলপাইগুড়ি, কোচবিহারসহ ওপরের পাঁচটি জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রির আশেপাশে থাকবে। ঠান্ডার পাশাপাশি সকালের দিকে উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই ঘন কুয়াশার দাপট বজায় থাকবে, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং উত্তুরে হাওয়ার দাপটে কাঁপবে দুই বঙ্গ। শীতপ্রেমীদের জন্য এই খবর নিঃসন্দেহে বছরের সেরা উপহার।