কুয়াশা নাকি অসতর্কতা? জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথরের লরিতে ধাক্কা কন্টেনারের, ছিন্নভিন্ন চালকের দেহ

বুধবার ভোরে যখন চারপাশ কুয়াশায় ঢাকা, তখনই এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়ার ১৬ নং জাতীয় সড়ক। পাঁচলা মোড় পেরিয়ে খলিশানী সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কন্টেনার সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কন্টেনার চালক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে ১৬ নং জাতীয় সড়কের কোলাঘাটগামী লেনে একটি লরি দাঁড়িয়ে ছিল। তার ঠিক পিছনেই এসে দাঁড়ায় একটি পাথর বোঝাই ট্রাক। সেই সময় পিছন থেকে আসা একটি কন্টেনার অত্যন্ত দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পাথর বোঝাই ট্রাকটির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে কন্টেনারের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভিতরেই আটকে পড়েন।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে পৌঁছনোর আগেই চালকের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় চালকের দেহ উদ্ধার করা সম্ভব হয়। ব্যস্ত জাতীয় সড়কে এই দুর্ঘটনার জেরে সকালের দিকে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। ঘাতক কন্টেনারটি উদ্ধার করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।