আপনার হোয়াটসঅ্যাপ কি হ্যাকারদের কবলে? সর্বনাশ হওয়ার আগেই এই সেটিংস বদলে ফেলুন

আজকাল শুধু চ্যাট নয়, অফিসের ফাইল আদান-প্রদান থেকে শুরু করে অনলাইন পেমেন্ট—সবই হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর ঠিক এই কারণেই বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় এই অ্যাপ এখন হ্যাকার ও স্ক্যামারদের প্রধান টার্গেট। আপনার সামান্য অসতর্কতায় চুরি হয়ে যেতে পারে ব্যক্তিগত ছবি, চ্যাট কিংবা ব্যাঙ্কের গোপন তথ্য। আপনার ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখতে আজই নিচের সুরক্ষা কবচগুলো সক্রিয় করুন।
সুরক্ষিত থাকতে যা অবশ্যই করবেন:
পিন শেয়ার করবেন না: কোনো ডেলিভারি এজেন্ট, সরকারি আধিকারিক বা বন্ধুর ছদ্মবেশে কেউ আপনার রেজিস্ট্রেশন কোড বা পিন চাইলে ভুলেও তা দেবেন না। মনে রাখবেন, কোনো অফিশিয়াল সংস্থা আপনার কাছে পিন জানতে চাইবে না।
টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification): এটি আপনার অ্যাকাউন্টের জন্য একটি লোহার বর্মের মতো। এটি চালু থাকলে আপনার পাসওয়ার্ড হ্যাক হলেও কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।
লিঙ্কড ডিভাইস আপডেট: আপনার অ্যাকাউন্টের সাথে কোন কোন কম্পিউটার বা ডিভাইস যুক্ত আছে, তা নিয়মিত চেক করুন। কোনো অচেনা ডিভাইস দেখলেই তৎক্ষণাৎ ‘লগ আউট’ করুন।
অজানা লিঙ্কে ক্লিক নয়: ইমেল বা মেসেজে আসা লোভনীয় অফারের লিঙ্কে ক্লিক করবেন না। এতে আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকে পুরো সিস্টেম হ্যাক করতে পারে।
সবশেষে, হোয়াটসঅ্যাপের পাঠানো সুরক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো কখনো এড়িয়ে যাবেন না। যদি মেসেজ আসে যে আপনার নম্বরটি অন্য কোনো ডিভাইসে রেজিস্টার করার চেষ্টা হচ্ছে, তবে দ্রুত ব্যবস্থা নিন। এই ছোট ছোট সতর্কতাগুলিই আপনাকে বড় কোনো আর্থিক বা সামাজিক ক্ষতি থেকে বাঁচাতে পারে।