বাংলাদেশে হিন্দু নিধন! দীপু দাসের পরিবারের দায়িত্ব নিলেন শুভেন্দু, করলেন বড় ঘোষণা

বাংলাদেশে ময়মনসিংহের ভালুকায় নবী মহম্মদকে অবমাননার মিথ্যা অভিযোগে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুনের পর পুড়িয়ে মারার ঘটনায় তোলপাড় দুই বাংলা। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন ভারতজুড়ে হিন্দু সমাজ বিক্ষোভে ফেটে পড়ছে, ঠিক তখনই শোকাতুর পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ব্যক্তিগতভাবে দীপুর বাবার সঙ্গে যোগাযোগ করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন এবং পরিবারের শোচনীয় অবস্থার কথা শুনেছেন। বাংলাদেশের ময়মনসিংহের ওই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে তিনি বলেন, “যদি বাবরী মসজিদ তৈরির জন্য ওপার বাংলা থেকে টাকা আসতে পারে, তবে বাংলার হিন্দুরাও ওপারে নিহত দীপুর পরিবারের পাশে দাঁড়াবে।” তিনি ঘোষণা করেছেন, এখন থেকে প্রতি মাসে ওই পরিবারটিকে নিয়মিত আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, ২৫ বছর বয়সী পোশাক শ্রমিক দীপু দাসের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলা হলেও তদন্তকারী সংস্থা র্যাব (RAB) জানিয়েছে, এই ধরনের কোনো প্রমাণ মেলেনি। স্রেফ গুজবের ওপর ভিত্তি করেই তাঁকে কারখানার বাইরে এনে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ভয়াবহ ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সরব হওয়া হিন্দু সংগঠনগুলি। তিনি স্পষ্ট করেছেন, বিচার না পাওয়া পর্যন্ত তিনি এই লড়াইয়ে পরিবারের পাশে থাকবেন।