রাস্তায় মৃতদেহ রেখে রণক্ষেত্র বাঁকুড়া! ঘাতক গাড়ির খোঁজে উত্তাল রাইপুর, মধ্যরাতে চরম উত্তেজনা

বাঁকুড়ার রাইপুর থানার বক্সি বাজারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত সোমবার রাতে স্থানীয় স্কুলের রজত জয়ন্তী উৎসবের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন এক যুবক। সেই সময় একটি দ্রুতগামী অজানা গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। কিন্তু দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

বুধবার রাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহটি সরাসরি রাস্তার ওপর নামিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই ঘাতক গাড়িটির কোনো হদিশ মিলছে না। একদিকে দোষীদের কঠোর শাস্তি এবং অন্যদিকে নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গভীর রাত পর্যন্ত চলে এই পথ অবরোধ। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ অবরোধ তুলতে অস্বীকার করে। স্থানীয়দের দাবি, প্রশাসন যতক্ষণ না ঘাতক গাড়িটিকে খুঁজে বের করছে এবং পরিবারের পাশে দাঁড়াচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।