১৭ বছরের নির্বাসন শেষে ফিরছেন তারেক! ৫০ লক্ষ মানুষের জমায়েতে ঢাকা অচল করার ছক বিএনপির!

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছেন। বৃহস্পতিবার বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে চলেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে তারা। বিএনপির লক্ষ্য, অন্তত ৫০ লক্ষ সমর্থককে একত্রিত করে তারেক রহমানকে এক রাজকীয় অভ্যর্থনা জানানো। আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তারেক রহমানই যে বিএনপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, এই বিশাল জমায়েত তারই আগাম সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার এক সাংবাদিক বৈঠকে তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানাবেন। সেখান থেকে ৩০০ ফুট রাস্তা ধরে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে তিনি নির্ধারিত মঞ্চে পৌঁছাবেন এবং দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। সংবর্ধনা শেষে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ মা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর তারেক রহমান তাঁর ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ সম্পন্ন করবেন। এছাড়াও তাঁর কর্মসূচিতে রয়েছে ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়া। বিএনপির এই মেগা ইভেন্টকে ঘিরে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সাজ সাজ রব। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের নির্বাচনকালীন রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করতে পারে।