পোস্টমাস্টারের বড় জালিয়াতি! গ্রাহকদের সই নকল করে লক্ষ লক্ষ টাকা গায়েব, রণক্ষেত্র ময়নাগুড়ি!

আমানতকারীদের সই জাল করে অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ পোস্টমাস্টারের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভূষকাডাঙা পোস্ট অফিসের এই ঘটনায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত পোস্টমাস্টার সাগ্নিক রায়ের কীর্তি ফাঁস হতেই তাঁকে অফিসের ভেতর তালাবন্দি করে বিক্ষোভ দেখান কয়েকশো আমানতকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়নাগুড়ি থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

স্থানীয় ও গ্রাহক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই পোস্ট অফিসে টাকা রাখা নিয়ে গোলমাল চলছিল। অনেক গ্রাহকের অভিযোগ, তাঁরা টাকা না তুললেও মোবাইলে টাকা ডেবিট হওয়ার মেসেজ আসছিল। অনেকের আবার টাকা জমা দিলেও তা পাশবই-তে এন্ট্রি করা হয়নি। বুধবার ছিল অভিযুক্ত পোস্টমাস্টারের বদলির দিন। কাজ বুঝিয়ে দিয়ে পালানোর আগেই গ্রাহকরা তাঁকে ঘিরে ধরেন। পরিস্থিতি বেগতিক দেখে সাগ্নিক রায় পালানোর চেষ্টা করলে গ্রাহকরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন এবং পোস্ট অফিসের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

দিনভর চলা এই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ ভূষকাডাঙা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। গ্রাহকদের লাগাতার চাপের মুখে শেষমেশ নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হন অভিযুক্ত পোস্টমাস্টার। তিনি কবুল করেন যে, জালিয়াতি করেই গ্রাহকদের সই নকল করে টাকা তোলা হয়েছিল।

ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে, লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং গ্রাহকরা যাতে তাঁদের কষ্টের টাকা ফিরে পান, তার ব্যবস্থা করা হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের পর বুধবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।