শিলিগুড়িতে ড্রাগ কুইনের ডেরায় পুলিশের হানা! উদ্ধার লক্ষ লক্ষ নগদ ও ব্রাউন সুগার, পর্দাফাঁস মহিলা ডনের!

শিলিগুড়ি শহরে মাদকের জাল কতটা গভীরে ছড়িয়েছে, তার এক হাড়হিম করা প্রমাণ পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এক ঝটিকা অভিযানে বড়সড় সাফল্য পেল। মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে নাজিরা খাতুন নামে এক দুর্ধর্ষ মহিলা মাদক কারবারিকে। তার ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং বান্ডিল বান্ডিল নগদ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নাজিরার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০৩ গ্রাম উচ্চমানের ব্রাউন সুগার উদ্ধার করা হয়। তবে তদন্তকারীদের চোখ কপালে ওঠে যখন তারা ঘরের ভেতর থেকে নগদ ৫ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা উদ্ধার করেন। ছোট-বড় নোটের সাজানো বান্ডিলগুলি দেখে পুলিশের প্রাথমিক অনুমান, মাদক বিক্রির বিশাল কারবার চলত এই বাড়ি থেকেই। ধৃত নাজিরা খাতুনের স্বামী ও সন্তান থাকলেও, এই অবৈধ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি ছিল সে নিজেই।

তদন্তকারীদের দাবি, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় যুব ও তরুণ প্রজন্মকে লক্ষ্য করে মাকড়সার জালের মতো নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছিল এই মহিলা কারবারি। বিভিন্ন এলাকার ছোট ছোট ডিলারদের কাছে ব্রাউন সুগার পৌঁছে দেওয়াই ছিল নাজিরার প্রধান কাজ। এই চক্রের শিকড় ঠিক কতটা গভীরে এবং ভিন রাজ্য থেকে এই মাদক আসত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাম্প্রতিক সময়ে মাদক কারবারে মহিলাদের ক্রমবর্ধমান সক্রিয়তা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

ধৃত নাজিরা খাতুনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। মাদকচক্রের মূল পান্ডা ও ব্রাউন সুগারের উৎস জানতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এই গ্রেফতারির ফলে উত্তরবঙ্গের করিডোর দিয়ে মাদক পাচারের বড় কোনো চক্রের হদিশ মিলবে বলে আশা করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।