মালদহে ১০ কেজির ‘দানব’ কেক! বড়দিনে চমক দিতে এলাহি আয়োজন ফুলবাড়ি এলাকায়

বড়দিন মানেই বাঙালির কাছে কেক-পার্বণ। আর এবার সেই উৎসবে নতুন মাত্রা যোগ করতে মালদহ শহরের ফুলবাড়ি এলাকার কেক প্রস্তুতকারকরা তৈরি করছেন অতিকায় সব কেক। ৫ কেজি থেকে শুরু করে ১০ কেজি ওজনের বিশালাকার সব কেক নজর কাড়ছে জেলাবাসীর। স্রেফ খ্রিস্টান ধর্মাবলম্বী নয়, যিশুর জন্মদিন ঘিরে আপামর বাঙালির উৎসাহ এখন তুঙ্গে।
কেকের কারখানায় এলাহি ব্যস্ততা মালদহ শহরের ফুলবাড়ি এলাকার একটি কেকের কারখানায় এখন নাওয়া-খাওয়ার সময় নেই কারিগরদের। কেক প্রস্তুতকারক মিজানুর রহমান জানালেন, “বড়দিন উপলক্ষে ছোট বড় সবরকম কেকের অর্ডার আসছে। বর্তমানে ৫ কেজির কেক তৈরি হয়েছে, এরপর ১০ কেজির আরও বড় কেক বানানোর কাজ শুরু হবে।” শুধু কারখানায় নয়, দোকানের শো-কেসেও সাজানো রয়েছে হরেক কিসিমের কেক।
দাম কত? কেক বিক্রেতা বিজন দাসের স্টলে এ বছর প্রধান আকর্ষণ ১০ পাউন্ড বা প্রায় ৫ কেজি ওজনের একটি বিশেষ কেক। যার দাম রাখা হয়েছে ৩,৫০০ টাকা। তবে সাধারণ মধ্যবিত্তের নাগালে রাখতে ৬০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কেকও মজুত রয়েছে। এছাড়াও ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজ টুপি আর আলোকসজ্জায় সেজে উঠেছে বাজার।
শহর জুড়ে কার্নিভালের আবহ আর তার সঙ্গেই এই বিশালাকার কেকের আকর্ষণ মালদহবাসীর বড়দিনের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।