রাজ্যে আসছে ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, বিড জিতল জেএসডব্লিউ এনার্জি লিমিটেড

রাজ্য বাণিজ্য সম্মেলনের রেশ কাটতে না কাটতেই শিল্পায়নে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্পতালুকের প্রায় ২০০ একর জমি একাধিক শিল্প সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সাম্প্রতিক ‘ইন্ডাস্ট্রি কনক্লেভ’-এ যেসব সংস্থা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল, তাদেরই অগ্রাধিকার দিচ্ছে সরকার।

বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন থার্মাল পাওয়ার প্ল্যান্ট রাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং পাল্লা দিয়ে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দফতর। রাজ্যে পিপিপি (PPP) মডেলে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। এই প্রকল্পের বিড জিতেছে জিন্দাল গোষ্ঠীর ‘জেএসডব্লিউ এনার্জি লিমিটেড’ (JSW Energy Limited)।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “বিদ্যুতের চাহিদা মেটাতে আমরা বিড ডেকেছিলাম। সেখানে জেএসডব্লিউ এনার্জি লিমিটেডকে বেছে নেওয়া হয়েছে। ১৬০০ মেগাওয়াটের দুটি ‘নিউ সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট’ (৮০০ মেগাওয়াট করে প্রতিটি) ২৫ বছরের জন্য লিজে দেওয়া হয়েছে। সংস্থাটি রাজ্যের মধ্যেই জমি অধিগ্রহণ করে এই প্রকল্প গড়ে তুলবে।” তবে প্রকল্পের নির্দিষ্ট স্থানটি এখনও চূড়ান্ত হয়নি।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি শিল্পায়নের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।