ধর্ষণের শিকার তরুণীকে দেখে উপহাস! ওপি রাজভরের অট্টহাসি ঘিরে তোলপাড় দেশ

উন্নাও গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত অপরাধী কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত এবং জামিন মঞ্জুরের সিদ্ধান্তে দেশজুড়ে যখন ক্ষোভের আগুন জ্বলছে, তখনই কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভর। দিল্লির ইন্ডিয়া গেটে (রেড গেট চত্বর) নির্যাতিতা এবং তাঁর পরিবারের ওপর হওয়া পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে, সাংবাদিকদের সামনে অট্টহাসিতে ফেটে পড়েন তিনি। তাঁর এই সংবেদনহীন মন্তব্য ও ব্যঙ্গাত্মক হাসি নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

মন্ত্রীর অট্টহাসি ও বিতর্কিত মন্তব্য দিল্লি হাইকোর্ট মঙ্গলবার প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে জামিন দেওয়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন নির্যাতিতা তরুণী ও তাঁর মা। পুলিশ তাঁদের সেখান থেকে জোর করে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয়। বুধবার এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মন্ত্রী ওপি রাজভর বলেন, “কিন্তু ওর বাড়ি তো উন্নাওয়ে… হি-হি-হি!” কথাটি বলেই তিনি বিদ্রুপের সুরে হাসতে থাকেন। একজন ধর্ষণের শিকার মহিলার অসহায়তাকে এভাবে উপহাস করা নিয়ে ছিছিক্কার শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নির্যাতিতার হাহাকার: “আমাদের কাছে এই রায় মানেই মৃত্যু” দিল্লির রাজপথ থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা। তিনি জানান, আদালতের এই রায় তাঁর পরিবারের জন্য ‘কাল’ বা মৃত্যুর সমতুল্য। তিনি বলেন, “আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু পরিবারের কথা ভেবে থেমে যাই। দোষীরা যদি এভাবেই জামিন পায়, তবে দেশের কন্যারা কীভাবে সুরক্ষিত থাকবে?” নিরাপত্তাহীনতায় ভোগা ওই তরুণী এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আদালতের রায় ও বর্তমান পরিস্থিতি দিল্লি হাইকোর্ট সেঙ্গারকে ১৫ লক্ষ টাকার বন্ডে জামিন দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েছে। নির্যাতিতার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তিনি যেতে পারবেন না এবং প্রতি সোমবার তাঁকে থানায় হাজিরা দিতে হবে। তবে সাজা স্থগিত হলেও এখনই জেলমুক্তি হচ্ছে না সেঙ্গারের, কারণ নির্যাতিতার বাবার খুনের মামলায় ১০ বছরের সাজা এখনও বহাল রয়েছে তাঁর ওপর।