“মমতার সরকার বাংলাদেশের পক্ষে!” কলকাতায় মিছিলে ধরপাকড় নিয়ে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী

চন্দননগরের ‘পরিবর্তন সংকল্প যাত্রা’য় যোগ দিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির ভাষায় আক্রমণ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। ওপার বাংলায় হিন্দুদের ওপর চলা নৃশংসতার প্রতিবাদে কলকাতায় আয়োজিত মিছিলে পুলিশের ধরপাকড় নিয়ে এদিন কার্যত ফেটে পড়েন এই অভিনেতা-বিজেপি নেতা। তাঁর দাবি, বর্তমান রাজ্য সরকারের মনোভাব দেখে স্পষ্ট যে তারা পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

“পশ্চিম বাংলাদেশ” তৈরির ছক? মিঠুন চক্রবর্তী এদিন চন্দননগরের মঞ্চ থেকে অত্যন্ত কড়া সুরে বলেন, “বাংলাদেশে নৃশংসভাবে মানুষ মারা হচ্ছে। তার প্রতিবাদে এখানে মানবিকতার খাতিরে মিছিল হয়েছিল। কিন্তু পুলিশ সেই প্রতিবাদীদেরই গ্রেফতার করল! এর অর্থ কী? অর্থ খুব পরিষ্কার—পশ্চিমবঙ্গের সরকার এখন সরাসরি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, “যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে এরা পশ্চিমবঙ্গকে খুব শীঘ্রই পশ্চিম বাংলাদেশ বানিয়ে ছাড়বে।”

শাসকদলকে কড়া বার্তা রাজ্যের আইনশৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মিঠুন বলেন, অপরাধীদের আড়াল করে প্রতিবাদীদের কণ্ঠরোধ করা হচ্ছে। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে চরম বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টাও দেওয়া হয়েছে। তবে মিঠুন অনড় তাঁর বক্তব্যে, ২০২৬-এর লক্ষ্যে ‘পরিবর্তন’ যে অনিবার্য, সেই বার্তাই এদিন তিনি চন্দননগরের মাটি থেকে দিলেন।