“৪ মাস পর এখানে বিজেপি আসবে!” গঙ্গাসাগরে জনজোয়ারের মাঝে ২৬-এর পরিবর্তনের ডাক শুভেন্দুর

গঙ্গাসাগর মেলার পুণ্যলগ্নের আগেই রাজনৈতিক পারদ চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার আদালতের কড়া শর্তসাপেক্ষে সাগরের মাটিতে সভা করার অনুমতি পেয়েছিলেন তিনি। আর সেই মঞ্চ থেকেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে শাসকদল তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু।

আদালতে জয় ও সভার শর্ত শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ঘিরে আইনি টালবাহানা কম ছিল না। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস এই সভার অনুমতি দেয়। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। একইসঙ্গে শর্ত ছিল, সমর্থক সংখ্যা ৭ হাজারের বেশি হওয়া চলবে না। কড়া পুলিশি পাহারার মধ্যে নির্ধারিত সময়েই শুরু হয় কর্মসূচি।

তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ এদিন ভাষণ দিতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, “সাগরে তৃণমূলকে আমিই এনেছিলাম। আর কথা দিচ্ছি, ৪ মাস পর এখানে বিজেপিকে আনব।” তিনি আরও মনে করিয়ে দেন যে, ২০২৬-এর নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন অবশ্যম্ভাবী এবং তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। সাগরের মাটিতে দাঁড়িয়ে ‘পদ্ম ফোটানোর’ শপথ নিয়ে শুভেন্দু বলেন, মানুষ এবার তৃণমূলের অপশাসনের যোগ্য জবাব দিতে তৈরি।

সাগরের এই জনসভা থেকে শুভেন্দুর বার্তা দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।