মাদার ডেয়ারি এখন ‘বাংলা ডেয়ারি’! নবান্নে একগুচ্ছ শিল্প বিনিয়োগের ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, আজ এই মুহূর্ত থেকে মাদার ডেয়ারি ক্যালকাটার আর কোনো আলাদা অস্তিত্ব রইল না; এটি পুরোপুরি মিশে গেল ‘বাংলা ডেয়ারি’-র সঙ্গে। এছাড়া শিল্পায়নে গতি আনতে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেসকে ওয়্যার হাউসের জন্য ১১.৩৫ একর জমি দেওয়া হয়েছে, যেখানে ৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে।
বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে জেএসডব্লিউ এনার্জি লিমিটেডকে বড় দায়িত্ব দিচ্ছে রাজ্য। পিপিপি মডেলে ৮০০ মেগাওয়াটের দুটি অর্থাৎ মোট ১৬০০ মেগাওয়াটের সুপার পাওয়ার প্লান্ট তৈরি হবে। পাশাপাশি জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের জন্য হাওড়ার ডোমজুড় ও অঙ্কুরহাটিতে জমি বরাদ্দ করা হয়েছে। খড়্গপুর বিদ্যাসাগর শিল্পতালুক, পানাগড় এবং হরিণঘাটাতেও একাধিক প্লট হস্তান্তরের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। জঙ্গলসুন্দরী কর্মনগরীর জন্য বরাদ্দ হয়েছে ১১৫ একর জমি।