বন্ধ হচ্ছে একগুচ্ছ মেমু ট্রেন! রেলের এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা, অনিশ্চিত ফেরার দিনক্ষণ

উৎসবের মরশুমে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় যাতায়াতকারী যাত্রীদের জন্য এল অত্যন্ত খারাপ খবর। প্রশাসনিক ও যান্ত্রিক কারণে খড়্গপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো গুরুত্বপূর্ণ রুটে একাধিক লোকাল ও মেমু ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ট্রেনগুলি কবে থেকে আবার চালু হবে, সে বিষয়ে রেলের তরফে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি।
বাতিলের তালিকায় রয়েছে খড়্গপুর-বেলদা, খড়্গপুর-ঝাড়গ্রাম, বাঁকুড়া-ময়নাপুর মেমু, এবং বিষ্ণুপুর-ধানবাদের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি। এ ছাড়া চক্রধরপুর-রাউরকেল্লা এবং রাউরকেল্লা-ঝাড়সুগুদা শাখাতেও ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে যখন বহু মানুষ ভ্রমণের পরিকল্পনা করেন, ঠিক সেই সময়েই রেলের এই আকস্মিক সিদ্ধান্তে নিত্যযাত্রী থেকে পর্যটক—সকলেই বিপাকে পড়েছেন।