অসমের কার্বি আংলং রণক্ষেত্র! ১৬ দিনের অনশন শেষে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, প্রাণ হারালেন ১ বাঙালি

পশ্চিম কার্বি আংলং জেলায় বহিরাগত উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। মঙ্গলবার অনশনরত এক কার্বি নেতাকে পুলিশ হাসপাতালে পাঠাতে গেলেই সংঘর্ষের সূত্রপাত হয়। গুজব রটে যে নেতাকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে উত্তেজিত আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে দু’পক্ষের মধ্যে রণক্ষেত্র তৈরি হয়। অসম পুলিশের ডিজিপি অখিলেশ সিং জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছাড়াও ককটেল এবং তীর-ধনুক নিয়ে আক্রমণ চালিয়েছে।

ইতিমধ্যেই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ২০০-র বেশি র‍্যাফ (RAF) জওয়ান মোতায়েন করা হয়েছে। সোমবার থেকেই অশান্তি চরম আকার নেয়, যখন খেরনি বাজারে ১৫টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ভয়াবহ হিংসায় এখনও পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন বাঙালি বলে জানা গেছে। ২৬ ডিসেম্বর স্বায়ত্তশাসিত কাউন্সিলের সঙ্গে সরকারের বৈঠকের কথা থাকলেও, তার আগেই কার্বি পাহাড়ের এই রক্তক্ষয়ী সংঘর্ষ প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেলেছে।