বড়দিনের আগেই দার্জিলিং পর্যটকদের জন্য ধামাকা সুখবর! পাহাড়ের প্রাণ ‘গ্লেনারি’জ’ খোলার সবুজ সংকেত হাইকোর্টের

বড়দিনের উৎসবের মুখে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য সেরা উপহার দিল কলকাতা হাইকোর্ট। দার্জিলিংয়ের আইকনিক এবং শতবর্ষ প্রাচীন রেস্তোরাঁ-পাব ‘গ্লেনারি’জ’ (Glenary’s) ফের খুলে দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি অমৃতা সিনহার সার্কিট বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আপাতত ১২ জানুয়ারি পর্যন্ত এই ঐতিহ্যবাহী পানশালা খোলা রাখতে পারবেন কর্তৃপক্ষ। আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
গত ৯ ডিসেম্বর আবগারি দফতর একাধিক বেনিয়মের অভিযোগ তুলে গ্লেনারি’জ-এর পাব ও লাইভ মিউজিক তিন মাসের জন্য বন্ধ করে দিয়েছিল। পানশালার মালিক তথা জিটিএ সভাসদ অজয় এডওয়ার্ড একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন। এদিন বিচারপতি সিনহা সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর আবগারি দফতরের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন। পাশাপাশি দুপক্ষকেই ৫ জানুয়ারির মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্লেনারি’জ-এর আইনজীবী শামিম আহমেদ জানান, আদালত আগেই বলেছিল সমস্যাগুলি মিটিয়ে নেওয়া সম্ভব এবং আবগারি দফতরকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরিদর্শন না করেই পাব বন্ধ রাখা হয়েছিল। হাইকোর্টের এই নির্দেশের ফলে উৎসবের মরশুমে দার্জিলিঙে আসা হাজার হাজার পর্যটক ফের গ্লেনারি’জ-এর লাইভ মিউজিক আর পানশালার আমেজ উপভোগ করতে পারবেন।