“বাংলাদেশে যা হচ্ছে তা ভুলে যাবেন না”, সাগরের সভা থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দলনেতার

মথুরাপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বড়সড় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাগরের এই জনসভা থেকে হিন্দুদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ওপার বাংলায় হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, তা থেকে শিক্ষা নিয়ে এপার বাংলার হিন্দুদেরও দ্রুত ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। হিন্দুদের অস্তিত্ব রক্ষায় একজোট হওয়া ছাড়া আর কোনও পথ নেই বলে হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশে সম্প্রতি এক হিন্দু যুবক খুনের ঘটনা নিয়ে ফের সরব হয়ে শুভেন্দু জানান, প্রতিবেশী দেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, তুষ্টিকরণের রাজনীতির কারণে এখানকার শাসক দল এই বিষয়ে নীরব। হিন্দুদের সতর্ক করে তিনি বলেন, “আর দেরি করবেন না, এখনই ঐক্যবদ্ধ না হলে বিপদ ঘনিয়ে আসবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতিকে আরও উসকে দিতেই শুভেন্দু এই বাংলাদেশ কার্ড খেললেন।