“এখানে রোজগার করলে হিন্দি বলতেই হবে”, দিল্লির পার্কে বিদেশি নাগরিককে নজিরবিহীন শাসানি বিজেপির রেণুর

দেশের রাজধানীতে এবার ভাষা-বিতর্ক! দিল্লির এক পার্কে এক আফ্রিকান ফুটবল কোচকে হিন্দি শেখার জন্য চরম হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলর রেণু চৌধুরীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকায় ওই বিদেশি কোচকে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ধমক দিচ্ছেন রেণু। তাঁর সাফ কথা, “এক মাসের মধ্যে হিন্দি শিখতে হবে, নইলে পরিণতি ভোগ করতে হবে।”

ভিডিওতে বিজেপি কাউন্সিলরকে বলতে শোনা যায়, “তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না। এতদিন ভারতে আছ, অথচ হিন্দি শেখোনি কেন? এখানে উপার্জন করলে হিন্দি বলতেও শিখতে হবে।” এমনকি পার্কের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, যদি এক মাসের মধ্যে ওই ব্যক্তি হিন্দি না শেখেন, তবে যেন তাঁর থেকে পার্কের দখল কেড়ে নেওয়া হয়। উল্লেখ্য, ওই আফ্রিকান নাগরিক গত ১৫ বছর ধরে ওই এলাকায় ফুটবল কোচ হিসেবে কর্মরত। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ওই জনপ্রতিনিধি। আম আদমি পার্টি (আপ) নেতা সোমনাথ ভারতী এই ঘটনাকে ‘বর্ণবিদ্বেষী ও অপমানজনক’ বলে কটাক্ষ করেছেন।

বিতর্ক বাড়তেই সাফাই দিয়েছেন বিজেপি কাউন্সিলর রেণু চৌধুরী। তাঁর দাবি, কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না। মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা ইংরেজি বোঝেন না, তাই কাজের সুবিধার্থেই তিনি ওই বিদেশি নাগরিককে হিন্দি শিখতে বলেছিলেন। তবে ভিডিওতে তাঁর আঙুল উঁচিয়ে শাসানোর ভঙ্গি এবং ‘এলাকা ছাড়া’র প্রচ্ছন্ন হুমকি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।