“১৫ ছক্কা হাঁকালেন সূর্যবংশী”-সর্বোচ্চ রানের ওর্য়াল্ড রেকর্ড করলো বিহার, উচ্ছসিত ফ্যানেরা

ভারতীয় ক্রিকেটে নতুন এক নক্ষত্রের উদয় ঘটল। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচে রেকর্ড বুক ওলটপালট করে দিলেন বিহারের ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে মাত্র ৮৪ বলে ১৯০ রানের এক অতিমানবিক ইনিংস খেললেন এই তরুণ তুর্কি। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৬টি চার এবং ১৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল আকাশছোঁয়া—২২৬.১৯!
বৈভবের ব্যাটে ভর করেই বিহার এদিন নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৫৬১ রান তোলে, যা লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে বিশ্বরেকর্ড। এর আগে তামিলনাড়ুর ৫০৬ রান ছিল সর্বোচ্চ স্কোর। মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করে বৈভব বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে বর্তমান সময়ের অন্যতম সেরা প্রতিভা মনে করা হচ্ছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রান না পেলেও, এদিন তার সুদে-আসলে বদলা নিলেন বৈভব। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট-এ ক্রিকেটে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হিসেবেও নজির গড়লেন তিনি।