বিদায় হে কিংবদন্তি! ২০২৫-এ অবসর নিলেন কোহলি-রোহিত সহ ভারতের ১০ মহাতারকা, কাঁদছে ক্রিকেট বিশ্ব!

২০২৫ সাল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক বিষাদময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই বছরটি যেমন নতুনদের উত্থান দেখেছে, তেমনই বিদায় জানিয়েছে এমন কিছু কিংবদন্তিকে যারা বছরের পর বছর ভারতীয় দলকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছেন। ভক্তদের স্তব্ধ করে দিয়ে ২০২৫ সালে আন্তর্জাতিক বা নির্দিষ্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ১০ জন তারকা ক্রিকেটার।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে বিরাট কোহলির হাত ধরে। টি-২০-র পর চলতি বছর টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে, ‘হিটম্যান’ রোহিত শর্মাও টেস্ট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন, তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি একদিনের ক্রিকেটে খেলবেন। টেস্ট ক্রিকেটের ‘দেওয়াল’ চেতেশ্বর পূজারা আগস্ট মাসে প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেন।

বোলিং বিভাগেও বড় শূন্যতা তৈরি হয়েছে। অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা টি-২০ থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্র, পীযূষ চাওলা, মোহিত শর্মা, বরুণ অ্যারন এবং ঋষি ধবন ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। একঝাঁক তারকার এই বিদায়ে ভারতীয় ক্রিকেটের একটি স্বর্ণযুগের অবসান ঘটল।