মেসি ইভেন্ট কাণ্ডে বড় মোড়! এবার SIT-এর স্ক্যানারে ৬ স্পনসর সংস্থা, ফাঁস হবে কি আর্থিক লেনদেনের রহস্য?

মেসি ইভেন্ট ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলার তদন্তে এবার কোমর বেঁধে নামল সিট (SIT)। তদন্তের পরিধি বাড়িয়ে এবার ইভেন্টের সাথে যুক্ত থাকা ছয়টিরও বেশি স্পনসর সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের মূল লক্ষ্য, এই ইভেন্ট ঘিরে কোনো বড়সড় আর্থিক অনিয়ম বা গভীর ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা।

এর আগেই এই মামলার সূত্রে অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে দিল্লি থেকে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। এমনকি ধৃত আয়োজক শতদ্রু দত্তের মুখোমুখি বসিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে শতদ্রুর তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ফোনগুলির কল ডিটেইলস এবং চ্যাট থেকে ডিজিটাল তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।

জিজ্ঞাসাবাদে শতদ্রু দাবি করেছেন, টিকিট বিক্রির টাকা ওই সংস্থার কাছ থেকে না পাওয়ায় তিনি দর্শকদের টাকা ফেরত দিতে পারছেন না। অন্যদিকে, টিকিট সংস্থা এই অভিযোগ অস্বীকার করেছে। স্পনসরদের কাছ থেকে কত টাকা সংগৃহীত হয়েছিল এবং সেই অর্থের লেনদেন কোন পথে হয়েছে, তা জানতেই এখন স্পনসরদের তলব করা হয়েছে। আগামী দিনে এই তদন্তে আরও বড় কোনো পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।