বড়দিনে মেট্রোয় বড় ধামাকা! মাঝরাত পর্যন্ত চলবে ট্রেন, পার্ক স্ট্রিটে ঢোকা-বেরোনোর নিয়মে আমূল বদল

২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে তিলোত্তমার রাজপথে উপচে পড়া ভিড় সামলাতে কোমর বেঁধে নামছে কলকাতা মেট্রো রেল। পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরের ভিড় নিয়ন্ত্রণে ঢোকা এবং বেরোনোর গেটে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ওইদিন পার্ক স্ট্রিট স্টেশনে প্রবেশের জন্য শুধুমাত্র ২ ও ৩ নম্বর গেট খোলা থাকবে। অন্য গেটগুলি (১, ৫ ও ৬) শুধুমাত্র বেরোনোর জন্য ব্যবহৃত হবে। একইভাবে ময়দান স্টেশনে প্রবেশের জন্য ২ ও ৩ নম্বর গেট ব্যবহার করতে হবে।

শেষ মেট্রোর সময়সূচী (ব্লু লাইন): ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্লু লাইনে মোট ২২৪টি ট্রেন চলবে। বিকেলের দিকে মাত্র ৭ মিনিটের ব্যবধানে মিলবে পরিষেবা।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: শেষ মেট্রো রাত ১০টা ২৩ মিনিটে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: শেষ মেট্রো রাত ১০টা ২০ মিনিটে।

কবি সুভাষ থেকে দমদম: শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।

গ্রিন লাইন (হাওড়া ময়দান – সেক্টর ফাইভ): গ্রিন লাইনে ওইদিন ২০১টি ট্রেন চলবে। বিকেল ৪টে ২৫ থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত ৬ মিনিট অন্তর ট্রেন মিলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৫৫ মিনিটে। তবে উৎসবের কথা মাথায় রেখে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি অতিরিক্ত মেট্রো রাত ১০টা ২০ মিনিটে চালানো হবে। ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।