সামসেরগঞ্জ কাণ্ডে ১৩ জনের যাবজ্জীবন! আদালতের রায়ের পর কেন ফুঁসছেন শুভেন্দু অধিকারী?

সামসেরগঞ্জে কয়েক বছর আগের ভয়াবহ বোমাবাজি ও হিংসার ঘটনায় বহরমপুর ফাস্ট ট্র্যাক আদালত ১৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কিন্তু আদালতের এই রায়ের পর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড হলেও কেন তিনি এই রায়ে সন্তুষ্ট নন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশ চার্জশিটে এমন কিছু ধারা যুক্ত করেনি যা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দিকে নিয়ে যেতে পারত। তাঁর দাবি, পুলিশি গাফিলতির কারণেই লঘু পাপে গুরু দণ্ড এড়ানো গেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত করতে আমরা উচ্চতর আদালতের (হাইকোর্ট) দ্বারস্থ হব।” ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। মূলত পুলিশের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের বিরুদ্ধেই সরব হয়ে এই মামলার জল আরও গড়িয়ে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা।