হাদিকে খুন করেছে ইউনূসের লোকেরাই, বিস্ফোরক দাবি করলো তাঁর ভাই

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পাঁচ দিন পরও থমথমে বাংলাদেশ। এরই মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নিহতের ভাই শরীফ ওমর হাদি। মঙ্গলবার শাহবাগে ইনকিলাব মঞ্চের এক অনুষ্ঠান থেকে তিনি দাবি করেন, ইউনূস সরকারের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী মহল আসন্ন নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে সরিয়ে দিয়েছে।
ওমর হাদি সরাসরি সরকারকে নিশানা করে বলেন, “তোমরাই ওসমান হাদিকে খুন করেছ। এখন এই মৃত্যু ইস্যু করে ফেব্রুয়ারি মাসের প্রস্তাবিত নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে।” তিনি স্পষ্ট জানান, তাঁর ভাই চেয়েছিলেন দ্রুত নির্বাচন হোক, কিন্তু কোনো এক ‘বিদেশি প্রভু’ বা এজেন্সির সামনে মাথা নত না করার মাশুল দিতে হয়েছে তাঁকে।
তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “খুনিদের দ্রুত বিচার করুন। মনে রাখবেন, বিচার না দিলে আপনাদেরও একদিন দেশ ছেড়ে পালাতে হবে।” উল্লেখ্য, ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশজুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে। একাধিক জায়গায় সংখ্যালঘু হত্যা এবং সংবাদপত্রের অফিসে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।