মহাকাশে ‘বাহুবলী’ পাঠাল ISRO, এখন ইন্টারনেট দুনিয়ায় ‘সুপার পাওয়ার’ ভারত

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) আবারও বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। বুধবার সকাল ৮:৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট LVM3-এর সাহায্যে মার্কিন কোম্পানি AST স্পেসমোবাইলের ‘ব্লুবার্ড ব্লক-২’ যোগাযোগ উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি এই রকেটের ষষ্ঠ অপারেশনাল উড়ান (LVM3-M6)।

এই অভিযানের বিশেষত্ব হলো, এটি ভারতীয় মাটি থেকে উৎক্ষিপ্ত হওয়া এ যাবৎকালের সবচেয়ে ভারী পেলোড (প্রায় ৬,৫০০ কেজি)। এই ‘ব্লুবার্ড’ উপগ্রহটিতে রয়েছে প্রায় ২,৪০০ বর্গফুটের বিশাল অ্যান্টেনা, যা মহাকাশ থেকে সরাসরি সাধারণ স্মার্টফোনে হাই-স্পিড ৪জি ও ৫জি ইন্টারনেট পৌঁছে দেবে। পাহাড় বা মাঝসমুদ্রের মতো দুর্গম অঞ্চলেও এখন থেকে মোবাইলে মিলবে ১২০ Mbps পর্যন্ত ডেটা স্পিড।

নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) এবং মার্কিন সংস্থার এই চুক্তি ইসরোর বাণিজ্যিক সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করল। ভবিষ্যতে ভারতের ‘গগনযান’ মিশনের জন্যও এই এলভিএম-৩ রকেটটি ব্যবহার করা হবে। এই সফল উৎক্ষেপণ বিশ্বজুড়ে স্পেস-বেসড ব্রডব্যান্ড পরিষেবায় এলন মাস্কের স্টারলিঙ্ককে কড়া টক্কর দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।