বাংলাদেশে ফের নতুন করে অশান্তি, প্রাণ গেল ৫ জনের, জখম হলেন অনেকে

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি এবং হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। মঙ্গলবার সকালে নোয়াখালির দ্বীপ উপজেলা হাতিয়ার চর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, নিহতের সংখ্যা ৬ এবং তা আরও বাড়তে পারে।
জানা গিয়েছে, মেঘনা নদীতে জেগে ওঠা ‘জাগলার চর’-এর খাসজমি দখল ও কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল। মঙ্গলবার ভোরে এক পক্ষ ভারী অস্ত্রশস্ত্র ও বোমা নিয়ে চরে হামলা চালায়। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দু’পক্ষের গোলাগুলি ও বোমাবাজিতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। বিকেলে নোয়াখালি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ৫-এ পৌঁছায়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহত অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানালেও, একের পর এক খুনের ঘটনায় নতুন করে প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন উঠছে। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।