“সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই চলবে না”, দাদরি গণপিটুনি মামলায় প্রতিদিন শুনানির নির্দেশ বিচারকের

বিখ্যাত দাদরি গণপিটুনি হত্যা মামলায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে বড়সড় ধাক্কা দিল আদালত। ২০১৫ সালের মহম্মদ আখলাক হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার সুরজপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালত সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। উল্টে মামলাটির গুরুত্ব বুঝে প্রতিদিন শুনানি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

আখলাক পরিবারের আইনজীবী ইউসুফ সাইফি জানিয়েছেন, রাজ্য সরকার আদালতে যুক্তি দিয়েছিল যে এলাকায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ বজায় রাখতেই তারা মামলা তুলে নিতে চায়। কিন্তু আদালত এই যুক্তিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। বিচারকের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, “বিচারের পথে এটি একটি বড় পদক্ষেপ এবং উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের মুখে বড় থাপ্পড়।”

প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বরে গ্রেটার নয়ডার বিসাহদা গ্রামে গো-মাংস রাখার গুজবে ৫২ বছর বয়সী মহম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। এই ঘটনায় তাঁর ছেলে দানিশও গুরুতর জখম হন। ১৮ জন অভিযুক্তের মধ্যে ১৪ জন বর্তমানে জামিনে মুক্ত। নিম্ন আদালতকে প্রতিদিন বিচারপ্রক্রিয়া চালিয়ে গিয়ে দ্রুত রায় দেওয়ার নির্দেশ দিয়েছে সুরজপুর আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি।