“ওকে ছাড়ব না, ফাঁসি চাই”, বিশেষভাবে সক্ষম মেয়ের ওপর অত্যাচারে বিচার চেয়ে থানায় হোটেলের কর্মী বাবা।

পূর্ব বর্ধমানের কালনায় এক ১৫ বছরের বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে কালনা থানা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। নির্যাতিতার পরিবার মাত্র এক সপ্তাহ আগেই ওই এলাকায় ভাড়া বাড়িতে এসেছিল। নাবালিকার মা নেই, অভাবের সংসারে বাবা হোটেলে কাজ করে কোনওরকমে দিন গুজরান করেন।
অভিযোগ, সোমবার দুপুরে বাবা কাজে বেরিয়ে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় ওই যুবক। কিশোরীর ওপর চলে অকথ্য নির্যাতন। বিকেলে বাবা কাজ থেকে ফিরলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি এবং সমস্ত ঘটনা জানায়। কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নামলেও অভিযুক্ত যুবক আপাতত পলাতক। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকটি এলাকায় বরাবরই উশৃঙ্খল হিসেবে পরিচিত এবং এদিন সকালেও এক বাসিন্দাকে মারধর করতে গিয়েছিল সে।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল ও এলাকার বাসিন্দারা। নির্যাতিতার বাবা বলেন, “আমি চাই ওর কঠোরতম শাস্তি হোক।” কালনা থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।