জরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডে, জেনেনিন কিভাবে?

জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়ার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলো গুগল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে নতুন ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ ফিচার। এখন থেকে দুর্ঘটনায় পড়লে বা কোনো বিপদে জরুরি পরিষেবায় কল করলে, ফোনের ক্যামেরার মাধ্যমে ডিসপ্যাচাররা সরাসরি ঘটনাস্থল লাইভ দেখতে পাবেন।

গত ১০ ডিসেম্বর চালু হওয়া এই ফিচারের মাধ্যমে উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনার গুরুত্ব ও পরিস্থিতি স্পষ্টভাবে মূল্যায়ন করতে পারবে। ধরুন, কোথাও কোনো চিকিৎসা সহায়তার প্রয়োজন; সেক্ষেত্রে লাইভ ভিডিও দেখে ডিসপ্যাচাররা কলারকে তাৎক্ষণিকভাবে সিপিআর বা প্রাথমিক চিকিৎসার সঠিক নির্দেশনা দিতে পারবেন। ব্যবহারের প্রক্রিয়াটিও অত্যন্ত সহজ—জরুরি কলের সময় স্ক্রিনে একটি সিঙ্গেল-ট্যাপ বাটন আসবে, যা চাপ দিলেই ভিডিও স্ট্রিমিং শুরু হবে।

গুগল নিশ্চিত করেছে যে, নিরাপত্তার খাতিরে এই ভিডিও ফুটেজ এনক্রিপ্টেড থাকবে। বর্তমানে এই সুবিধাটি অ্যান্ড্রয়েড ৮ বা তার পরবর্তী সংস্করণের ডিভাইসে পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং মেক্সিকোতে চালু হলেও খুব শীঘ্রই বিশ্বজুড়ে বিভিন্ন পাবলিক সেফটি সংস্থার সাথে অংশীদারত্বের মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে গুগলের।