বিদেশের মাটিতে রাহুলের তোপ! “ব্রাজিলিয়ান মহিলার নাম তালিকায় ২২ বার”, ভারতের নির্বাচন নিয়ে বিস্ফোরক কংগ্রেস নেতা

জার্মানির বার্লিনে প্রবাসী ভারতীয়দের সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো নিয়ে কার্যত বোমা ফাটালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, বর্তমানে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর ‘পূর্ণমাত্রার আক্রমণ’ চলছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদী সরকারের এই কড়া সমালোচনা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি।

রাহুল গান্ধী অভিযোগ করেন, হরিয়ানা নির্বাচনে কংগ্রেস প্রকৃতপক্ষে জয়ী হলেও সেই ফলকে কার্যত ধামাচাপা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের নির্বাচনকেও ‘অন্যায্য’ বলে দাগিয়ে দিয়েছেন তিনি। ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে রাহুল উদাহরণ দেন যে, তালিকায় একজন ব্রাজিলিয়ান মহিলার নাম ২২ বার অন্তর্ভুক্ত ছিল। তাঁর মতে, ভারতের নির্বাচন কমিশন ও তদন্তকারী সংস্থাগুলো এখন আর স্বাধীন নয়, বরং রাজনৈতিক চাপে পিষ্ট। তিনি এই লড়াইকে দুই ভিন্ন আদর্শের ‘মহাসংগ্রাম’ বলে অভিহিত করেছেন।

রাহুলের এই মন্তব্যের পরই তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একে ‘ভারত বদনাম যাত্রা’ বলে কটাক্ষ করেছেন। বিজেপির দাবি, রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রকে অপমান করছেন। নাড্ডা বলেন, পরাজয় মেনে নিতে না পেরেই কংগ্রেস নেতৃত্ব বারবার দেশের স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর কালি ছেটানোর চেষ্টা করছে। এই চাপানউতোরের ফলে ভারতের নির্বাচনী স্বচ্ছতা ও সাংবিধানিক কাঠামো নিয়ে বিতর্ক এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল।