পাকিস্তানের কাল হতে আসছে ৮৫০ কামিকাজে ড্রোন! ২০০০ কোটির মেগা ডিলে আকাশপথে কাঁপবে শত্রুঘাঁটি

ভারতীয় সামরিক বাহিনীর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। শত্রুঘাঁটিতে নিখুঁত ও আত্মঘাতী হামলা চালাতে সক্ষম ৮৫০টি ‘কামিকাজে’ ড্রোন হাতে পেতে চলেছে দেশের জল, স্থল এবং আকাশপথের তিন বাহিনী। প্রায় ২০০০ কোটি টাকার বিনিময়ে এই ড্রোনগুলি কেনা হচ্ছে। বিশেষ বিষয় হলো, কোনও বিদেশি শক্তি নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘নাগাস্ত্র ১’ সিরিজের এই ড্রোনগুলি ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ করে তুলবে।

পাকিস্তান যখন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতীয় সীমান্তে অশান্তি পাকানোর ছক কষছে, ঠিক সেই মুহূর্তে এই ড্রোনগুলি সেনার কাছে তুরুপের তাস হতে চলেছে। ‘লয়টারিং মিউনিশন’ প্রযুক্তির এই ড্রোনগুলি আকাশে চিলের মতো উড়ে টার্গেট সেট করে এবং লক্ষ্যভেদ নিশ্চিত হলে সজোরে আছড়ে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ‘অপারেশন সিঁদুর’-এ ড্রোন হামলার সাফল্যের পর ভারতীয় সেনা বুঝতে পেরেছে যে, ভবিষ্যতের যুদ্ধে জেতার চাবিকাঠি হলো এই ড্রোন প্রযুক্তি।

ইতিমধ্যেই ড্রোন পরিচালনার জন্য ‘অশনি’ নামে একটি বিশেষ প্লাটুন গঠন করেছে সেনা। নজরদারি থেকে শুরু করে অতর্কিত হামলা— সব ক্ষেত্রেই পারদর্শী এই বাহিনী। আগামীতে প্রায় ৩০ হাজার ড্রোন হাতে পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সীমান্তে অনুপ্রবেশ রুখতে বা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে এই কামিকাজে ড্রোন হবে ভারতীয় সেনার প্রধান অস্ত্র। প্রতিরক্ষা কাউন্সিলের চূড়ান্ত ছাড়পত্র পেলেই এই ঘাতক ড্রোনগুলি পৌঁছে যাবে জওয়ানদের হাতে।