“ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গেলে কী হবে জানি না”, প্রাণভয়ে আফগানিস্তানে আতঙ্কিত সুপারস্টার রশিদ?

তালিবান শাসিত আফগানিস্তান ঠিক কতটা নিরাপদ? নারী শিক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাধীনতা— শরিয়তি আইনের কঠোর বেড়াজালে সে দেশের জনজীবন যখন বিপর্যস্ত, তখন খোদ আফগান ক্রিকেট মহাতারকা রশিদ খান তুলে ধরলেন এক ভয়ানক বাস্তব। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রশিদ জানিয়েছেন, নিজের দেশে চলাফেরা করতে গেলেই তাঁকে নিতে হয় বুলেটপ্রুফ গাড়ির আশ্রয়।

সম্প্রতি প্রাক্তন ইংরেজ ব্যাটার কেভিন পিটারসেনের সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন রশিদ। সেখানেই তিনি খোলামেলাভাবে জানান, আফগানিস্তানে তাঁর পক্ষে সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে যাতায়াত করা অসম্ভব। রশিদের মুখে নিরাপত্তার এই কড়াকড়ির কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পিটারসেন। রশিদ ব্যাখ্যা দিয়ে বলেন, “আমায় নিরাপত্তার কারণেই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। এমন নয় যে কেউ আমাকে লক্ষ্য করে গুলি চালাবে, কিন্তু আফগানিস্তানের বর্তমান যা পরিস্থিতি, তাতে ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গেলে কী হতে পারে, তা কেউ জানে না।”

রশিদ আরও জানান, তাঁর জন্য বিশেষভাবে তৈরি এই বুলেটপ্রুফ গাড়ি আফগানিস্তানে খুব একটা অস্বাভাবিক নয়, প্রভাবশালী অনেকেই এখন এমন জীবনযাপনে অভ্যস্ত। আইপিএল, বিগ ব্যাশ বা দ্য হান্ড্রেডের মতো গ্ল্যামারাস লিগে খেলা রশিদের দুবাইয়ে নিজস্ব বিলাসভবন থাকলেও, নিজের মাটির এই নিরাপত্তাহীনতা বিশ্ববাসীর কাছে এক বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেও, ঘরের মাটিতে রশিদের এই ‘বন্দি’ জীবন আদতে আফগানিস্তানের অস্থির পরিস্থিতিরই এক করুণ প্রতিফলন।