২০২৬-এর মেগা লড়াই! ৫ জানুয়ারি দিল্লিতে জরুরি বৈঠক কমিশনের, হাইভোল্টেজ ভোটের কাউন্টডাউন শুরু

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। নতুন বছর পড়তেই ৫ জানুয়ারি দিল্লিতে এক উচ্চপর্যায়ের মেগা বৈঠকে বসতে চলেছে কমিশন। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার এবং সিইও মনোজ আগরওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠকেই মূলত রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং নিরাপত্তা নিয়ে প্রাথমিক নীল নকশা তৈরি হতে পারে বলে খবর।
বর্তমানে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য ‘এসআইআর’ (SIR) বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ পুরোদমে চলছে। খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে এবং বর্তমানে ভোটারদের দাবি ও আপত্তি খতিয়ে দেখার কাজ করছেন ইআরও-রা। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এরপর ৭ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বিতর্কের নিষ্পত্তি করে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ২০২৬ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা।
ভোটের আগে বেআইনি লেনদেন ও পাচার রুখতে ইতিমধ্যেই বিএসএফ, আরপিএফ এবং সিআইএসএফ-এর মতো ২৫টি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশেষ নজর রাখা হচ্ছে ৩২ লক্ষ ‘আন-ম্যাপড’ ভোটারদের ওপর, যাঁদের ইতিমধ্যেই নোটিস পাঠানো শুরু হয়েছে। দিল্লিতে ৫ জানুয়ারির বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখান থেকেই নির্ধারণ হবে আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গে কমিশনের রণকৌশল ঠিক কী হতে চলেছে।