গ্রিন হাইড্রোজেনের হাব হবে উত্তরপ্রদেশ! যোগী সরকারের মেগা প্রজেক্টে যুক্ত হচ্ছে IIT কানপুর ও BHU

স্বচ্ছ শক্তি এবং পরিবেশবান্ধব পরিবহনের লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ গ্রহণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে গ্রিন হাইড্রোজেন গবেষণা ও প্রযুক্তিগত উন্নতির জন্য দুটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ (COE) স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। আইআইটি কানপুর এবং আইআইটি-বিএইচইউ-এর মতো অগ্রণী প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কেন্দ্রগুলি পরিচালিত হবে।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কেন্দ্রগুলি ‘হাব-অ্যান্ড-স্পোক’ মডেলে কাজ করবে। প্রথম কেন্দ্রটি আইআইটি কানপুর এবং হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটির (HBTU) সহযোগিতায় গড়ে উঠবে। দ্বিতীয়টি আইআইটি-বিএইচইউ এবং গোরখপুরের মদন মোহন মালব্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হবে। এই কেন্দ্রগুলির মাধ্যমে বায়োমাস এবং ইলেক্ট্রোলাইজার-ভিত্তিক হাইড্রোজেনের ওপর গবেষণা চালানো হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী ৫ বছরে ৫০টি স্টার্টআপকে সহায়তার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, যার জন্য বার্ষিক ২৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। শুধু গবেষণাই নয়, যোগী সরকারের লক্ষ্য গ্রিন হাইড্রোজেন চালিত ট্রেন এবং বাস চালানো। প্রাথমিক পর্যায়ে লখনউ-কানপুর, বারাণসী এবং গোরখপুর রুটে এই বিশেষ বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। শিল্প ও কারিগরি শিক্ষার মেলবন্ধনে উত্তরপ্রদেশকে গ্রিন হাইড্রোজেনের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলাই এখন যোগী প্রশাসনের মূল লক্ষ্য।