ভাঙা স্বপ্ন কি জোড়া লাগছে? টলিপাড়ার মেগা ইভেন্টে দেব-শুভশ্রীর ‘ম্যাজিক’ মুহূর্ত ভাইরাল।

দীর্ঘ প্রতীক্ষার পর ‘ধূমকেতু’ মুক্তি পেলেও দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিশেষ করে দেবের ‘দুই সন্তানের মা, মুখে সারল্য নেই’ মন্তব্যটি নিয়ে টলিপাড়ায় যে বিতর্কের আগুন জ্বলেছিল, তাতে দুই তারকার ভক্তরাই কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। তবে সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান যেন সেই তিক্ততায় প্রলেপ দিল।

এদিন টলিপাড়ার চাঁদের হাটে মুখোমুখি দেখা গেল দেব ও শুভশ্রীকে। গত কয়েক মাস ধরে একাধিক বড় অনুষ্ঠানে দুজনকে দেখা গেলেও তাঁরা একে অপরকে এড়িয়েই চলেছিলেন। কিন্তু পরমব্রতর বাড়ির এই ঘরোয়া অনুষ্ঠানে দু’জনের মুখেই ছিল চওড়া হাসি। একে অপরের মুখোমুখি হয়ে সহজভাবে কথা বলতেও দেখা যায় তাঁদের। এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তবে কি পুরনো সব অভিমান ধুয়ে মুছে ফের এক হতে চলেছেন প্রাক্তন এই জুটি?

নিষাদের অন্নপ্রাশনে দেব-শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রাইমা সেন ও সৃজিত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ‘দেশু’ জুটির এই পুনর্মিলন। এখন প্রশ্ন হচ্ছে, এই সৌজন্য কি কেবল ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ থাকবে, নাকি ফের বড় পর্দায় জুটিতে ফিরবেন তাঁরা? উত্তর দেবে সময়।