‘গম্ভীরই ১০০ শতাংশ দায়ী, আমি হলে দায় নিতাম’, ভারতের ভরাডুবিতে ‘গৌতী’কে তুলোধোনা শাস্ত্রীর!

ভারতীয় ক্রিকেটে এখন ‘গৌতম গম্ভীর বনাম রবি শাস্ত্রী’র ঠান্ডা লড়াই তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের নজিরবিহীন ভরাডুবির পর বর্তমান কোচ গম্ভীরকে কার্যত ধুয়ে দিলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর সাফ কথা, দলের এই অবস্থার জন্য গৌতম গম্ভীরই ১০০ শতাংশ দায়ী।
একটি পডকাস্টের টিজারে শাস্ত্রী প্রশ্ন তোলেন গুয়াহাটি টেস্টের পারফরম্যান্স নিয়ে। তিনি বলেন, “১০০ রানে ১ উইকেট থেকে ১৩০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা মেনে নেওয়া যায় না। এই দলে প্রতিভার অভাব নেই, কিন্তু দায়িত্ব নিতে হবে।” গম্ভীরের দিকে সরাসরি তোপ দেগে তিনি যোগ করেন, “আমি গম্ভীরের হয়ে সাফাই দেব না। যদি আমি কোচ থাকাকালীন এমন হতো, তবে সবার আগে আমি নিজে দায় নিতাম। তবে দায় নেওয়ার পর ড্রেসিংরুমে গিয়ে কাউকে ছেড়ে কথা বলতাম না।”
পরিসংখ্যান বলছে, গম্ভীরের কোচিংয়ে ভারত গত এক বছরে ঘরের মাঠে পাঁচটি টেস্ট হেরেছে। ৬৬ বছরে প্রথমবার ৭টি টেস্টের মধ্যে ৫টিতেই হার দেখল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজ জিতে ২৫ বছর আগের ইতিহাস ফিরিয়ে এনেছে। এই শোচনীয় পরিস্থিতির জেরে নড়েচড়ে বসেছে বিসিসিআই। জানা গেছে, বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ও অজিত আগরকরদের উপস্থিতিতে গম্ভীরকে এক জরুরি বৈঠকে ডাকা হয়েছে। ২০২৬-এর টি-২০ এবং ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপের আগে দলের এই ছন্নছাড়া দশা নিয়ে গম্ভীরকে কড়া জবাবদিহির মুখে পড়তে হতে পারে।