দিল্লির দাদাগিরি রুখতে বাংলাদেশ-পাক সামরিক জোট? উত্তাল ওপার বাংলার মাঝেই নয়া সমীকরণ।

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় যখন ভারত-বিদ্বেষী স্লোগান জোরালো হচ্ছে, ঠিক তখনই ইসলামাবাদ থেকে এল এক অভাবনীয় এবং চাঞ্চল্যকর বার্তা। একদা যে পাকিস্তান থেকে মুক্তি পেতে রক্তাক্ত যুদ্ধ করেছিল বাংলাদেশ, আজ সেই দেশকেই ভারতের বিরুদ্ধে ‘সুরক্ষাকবচ’ দেওয়ার কথা বলছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দল পিএমএল-এন-এর যুব নেতা কামরান উসমান সইদ।

একটি ভিডিও বার্তায় কামরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, “ভারত যদি বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আঘাত করে বা খারাপ নজরে তাকায়, তবে মনে রাখবেন পাকিস্তানের মিসাইল খুব বেশি দূরে নেই।” তাঁর দাবি, ভারতের ‘অখণ্ড ভারত’ নীতি বাংলাদেশের ওপর প্রয়োগ করতে চাইলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না।

এখানেই থেমে থাকেননি তিনি। ভারতের ওপর ত্রিমুখী হামলার নীল নকশা পেশ করে সইদ বলেন, পাকিস্তান পশ্চিম থেকে, বাংলাদেশ পূর্ব দিক থেকে এবং চীন লাদাখ ও অরুণাচল সীমান্ত দিয়ে ভারতকে ঘিরে ফেলবে। এমনকি আঞ্চলিক শক্তি হিসেবে ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠন এবং একে অপরের জমিতে সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাবও দিয়েছেন তিনি। এছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে (CPEC) বাংলাদেশের বন্দরের সাথে যুক্ত করার পক্ষেও সওয়াল করেন এই পাক নেতা।