সাগরদ্বীপে মমতার হাইভোল্টেজ সফর! গঙ্গাসাগর মেলায় ব্রাত্য ‘ভিআইপি কালচার

আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। কুম্ভমেলা না থাকায় এবার সাগরে রেকর্ড ভিড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামী ৫ জানুয়ারি সাগর সফরে যাচ্ছেন তিনি।

এবারের মেলার বিশেষত্ব হলো ‘ভিআইপি সংস্কৃতি’র ওপর কঠোর নিষেধাজ্ঞা। সম্প্রতি ফুটবল তারকা মেসির সফর ঘিরে যে বিশৃঙ্খলা হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে গঙ্গাসাগরে না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ৫ জানুয়ারি সাগরে পৌঁছেই তিনি জেলা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এদিকে, মুড়িগঙ্গা নদীতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ড্রেজিংয়ের কাজও শেষ পর্যায়ে। সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, ভাটার সময়ও যাতে ভেসেল চলাচলে সমস্যা না হয়, তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী নিজে তদারকি করে বুঝিয়ে দিতে চান যে, গঙ্গাসাগর মেলায় সাধারণ পুণ্যার্থীরাই সরকারের কাছে আসল ‘ভিআইপি’।