প্লাস্টিককে গোল গোল দিল মাটির টব! হাওড়ার বাগান্ডায় শিল্পীদের ঘরে ফিরল লক্ষ্মী

আধুনিকতার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসা মাটির শিল্পে ফিরল প্রাণের স্পন্দন। প্লাস্টিক বা সিরামিকের দাপটে গত কয়েক বছর ধরে হাওড়ার বাগান্ডার মৃৎশিল্পীদের মাথায় হাত পড়েছিল। কিন্তু এবারের শীতের মরশুমে ছবিটা আমূল বদলে গিয়েছে। ৪ ইঞ্চি থেকে ১২ ইঞ্চির মাটির টবের চাহিদা এখন তুঙ্গে। ফলে নাওয়া-খাওয়া ভুলে এখন চাকা ঘোরাতে ব্যস্ত বাগান্ডার শতাধিক কুমোর পরিবার।

স্থানীয় শিল্পীরা জানাচ্ছেন, সাধারণ টবের পাশাপাশি এবার বাহারি কারুকার্য করা মাটির টবের চাহিদাও আকাশছোঁয়া। গ্রাম থেকে এই টব পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কয়েক বছর আগে যেখানে প্লাস্টিকের টবের দাপটে বাজার মন্দা ছিল, এখন মানুষ ফের পরিবেশবান্ধব মাটির টবের দিকেই ঝুঁকছেন। চাহিদা বাড়ায় উপার্জনের মুখ দেখছেন কারিগররা। অসহায়ভাবে দিন কাটানোর দিন ফুরিয়ে, বাগান্ডার মৃৎশিল্পীদের ঘরে এখন শুধুই ব্যস্ততা আর আনন্দের সুর।