নকশাল দমনে ‘ডেডলাইন’ ২০২৬! গহীন জঙ্গলে ২২৯টি দুর্ভেদ্য ঘাঁটি গড়ল সিআরপিএফ

২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। এই লক্ষ্যপূরণে গহীন জঙ্গলে নকশালদের পুরনো শক্তঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সিআরপিএফ (CRPF) স্থাপন করেছে ২২৯টি ‘ফরওয়ার্ড অপারেটিং বেস’ (FOB)। ছত্তিশগড় থেকে ওড়িশা—ছয়টি প্রধান মাওবাদী অধ্যুষিত রাজ্যে এই আধা-স্থায়ী ঘাঁটিগুলি এখন নিরাপত্তা বাহিনীর প্রধান অস্ত্র। বিশেষ করে চলতি বছরই সর্বাধিক ৫৯টি বেস তৈরি করা হয়েছে, যার মধ্যে ৩২টি রয়েছে ছত্তিশগড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জাতীয় নীতি ও কর্মপরিকল্পনার পর থেকে নকশাল হিংসা ২০১০ সালের তুলনায় প্রায় ৮৯ শতাংশ কমেছে। ২০১৮ সালে যেখানে ১২৬টি জেলা নকশাল আক্রান্ত ছিল, বর্তমানে তা কমে মাত্র ১১টিতে দাঁড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ২০২৫ সালেই ৩৩৫ জন মাওবাদীকে খতম করা হয়েছে এবং ২,১৬৭ জন আত্মসমর্পণ করেছেন। প্রতি পাঁচ কিলোমিটার অন্তর স্থাপিত এই এফওবিগুলি শুধু নকশালদের নিরাপদ আশ্রয় কেড়ে নিচ্ছে না, বরং প্রত্যন্ত এলাকায় রাস্তা ও মোবাইল টাওয়ার তৈরির মতো উন্নয়নমূলক কাজেও সুরক্ষা প্রদান করছে।