হাঁসখালি কাণ্ডে ঐতিহাসিক বিচার! তৃণমূল নেতার ছেলে-সহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

দীর্ঘ আড়াই বছরের যন্ত্রণাদায়ক অপেক্ষার অবসান। অবশেষে বিচার পেল নদিয়ার হাঁসখালির সেই নির্যাতিতা নাবালিকা। হাঁসখালি গণধর্ষণ ও মৃত্যু মামলায় প্রধান অভিযুক্ত, তৃণমূল নেতার ছেলে ব্রজ (সোহেল) গয়ালি-সহ মোট তিনজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট এডিজে আদালত। এই রায় ঘোষণা হতেই আদালত চত্বরে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
ঘটনার সূত্রপাত ২০২২ সালে। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ এবং পরবর্তীতে তার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। অভিযোগ ছিল, প্রভাব খাটিয়ে মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। এদিনের রায়ে আদালত শুধু মূল অপরাধীদেরই নয়, বরং তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালিকেও। এই সাজা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলে মনে করছেন নির্যাতিতার পরিবার ও আইনজীবীরা।