‘হাসিমারা থেকে রাফালের গর্জনই যথেষ্ট!’ বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এরই মধ্যে হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে তোলপাড় দুই বাংলা। বাংলাদেশে যখন হিন্দু বিরোধিতা চরমে, তখন কলকাতায় সনাতনীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা। এই ঘটনায় তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পুলিশ বর্বরোচিতভাবে আন্দোলনকারীদের মেরেছে এবং এই পুলিশকর্মীদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাল্টা কুণাল ঘোষের দাবি, বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে।

অন্যদিকে, আন্তর্জাতিক স্তরেও কোণঠাসা ইউনুস প্রশাসন। দিল্লির বাংলাদেশ হাইকমিশন অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিপাকে সাধারণ মানুষ। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সংবাদমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় বহির্বিশ্বে মুখ পুড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এই অস্থিতিশীল আবহে শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেন, “বাংলাদেশকে দমানোর জন্য রাফাল পাঠানোর দরকার নেই, হাসিমারা থেকে রাফালের আওয়াজটাই যথেষ্ট। ওরা একদম ছোট পিঁপড়ের মতো।” শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের একাংশের ক্ষোভের পাল্টা জবাবে এই ‘গুঁতো’ দেওয়ার নিদান দিয়েছেন শুভেন্দু।