‘পাকিস্তানপন্থী হবেন না!’ সেনাকে দেওয়া সেই চরম বার্তাই কি কাল হলো হাদির?

ফের অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। ইউনূস প্রশাসন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির একটি পুরনো ভিডিও। যাঁর খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ওপার বাংলা, সেই হাদি মৃত্যুর কয়েক মাস আগেই বাংলাদেশ সেনাবাহিনীকে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, “বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করবেন না। পাকিস্তানের সেনা রাজনীতিতে বেশি হস্তক্ষেপ করায় সেই রাষ্ট্র আজ পঙ্গু।” শুধু সেনাবাহিনী নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকেও সরাসরি বার্তা দিয়েছিলেন তিনি। হাদি বলেছিলেন, “আপনার ইস্তফা দেওয়ার এক্তিয়ার নেই, কারণ আপনাকে বসিয়েছে ১৫০০ শহিদ পরিবার। আপনাকে অভিভাবক মেনে আমরা রাজপথে পড়ে আছি, আপনি বিদেশ চলে গেলে আমরা কোথায় যাব?” ওসমানের এই আগাম সতর্কবাণী আর বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির যোগসূত্র খুঁজে এখন উত্তাল বাংলাদেশের জনতা।