‘ভুল ম্যাপিং, আধার কার্ড বিভ্রাট!’ নির্বাচনের আগে দিল্লিতে নালিশ তৃণমূলের, তুঙ্গে সংঘাত

ভোটের বাদ্যি বাজার আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের ‘ভুল ম্যাপিং’ নিয়ে তোপ দাগার পর, এবার সরাসরি সিইও-র দ্বারস্থ হলেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। তাঁদের অভিযোগ, বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

কমিশনের কাছে ৫টি নির্দিষ্ট দাবি তুলে ধরে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১২ নম্বর নথি হিসেবে আধার কার্ডকে স্বীকৃতি দিতে হবে। নাম বা পদবির সামান্য বানান ভুলের জন্য মানুষকে কেন দীর্ঘ শুনানির নোটিস দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও গ্রামীণ এলাকায় ৩০-৪০ কিলোমিটার দূরে শুনানি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষকে হয়রান করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঘাসফুল শিবির। কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের হেনস্থা বন্ধ করতে এবং বিএলও-দের ওপর অত্যধিক কাজের চাপ কমাতেও কমিশনকে কড়া বার্তা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।